Genesis Online University

রেসিডেন্সি এডমিশন টেস্ট এর ফর্ম ফিলাপ নোটিসে কি কি পরিবর্তন আছে?

🛑 অনুষ্ঠিতব্য রেসিডেন্সি Phase A ভর্তি পরীক্ষার নোটিশ এর খুঁটিনাটি 🛑

 

আসসালামু আলাইকুম৷

 

সম্মানিত চিকিৎসকৃবৃন্দ, 

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ২০২২ সালে 9 ডিসেম্বর অনুষ্ঠিতব্য রেসিডেন্সি এডমিশন টেস্টের নোটিশ দেখেছেন। গতবারের অ্যাডমিশন টেস্টের নোটিশ এর সাথে কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে।

 

এই পোস্টে সেগুলো সহজবোধ্য করে আলোচনা করা হয়েছে।

 

 

বাংলাদেশে মেডিকেল শিক্ষাব্যবস্থায় নবীন ডাক্তারদের একটি স্বপ্ন রেসিডেন্সি কোর্স। আগামী 9 ডিসেম্বর'22 এ অনুষ্ঠিত হতে যাচ্ছে রেসিডেন্সি ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় সাফল্যের জন্য পড়াশোনা যেমন গুরুত্বপূর্ণ,  ঠিক তেমনি সাবজেক্ট চয়েস,  ইনস্টিটিউট চয়েস, সঠিকভাবে সঠিক সময়ে ফরম পূরণ করা তেমনি গুরুত্বপূর্ণ। 

 

পরীক্ষার্থীরা নিশ্চয়ই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত।  তাই কম সময়ে নতুন পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও এর ফর্ম পূরন  সংক্রান্ত একটা ধারণা দেয়ার জন্যই আমার আজকের ছোট্ট প্রয়াস।  

 

এর মাধ্যমে আশা করি পরীক্ষার্থীদের ১০% টেনশন ১০ মিনিটে কমে যাবে

 

🛑 রেসিডেন্সি কোর্সে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা:

 

সকল সরকারি / স্বায়ত্তশাসিত(বেসরকারি) / বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষার্থীদের ডেপুটেশন রুল (প্রেষণ নীতিমালা) / শিক্ষা ছুটির প্রয়োজনীয় নিয়মাবলী জানা থাকা উচিত। 

(ডেপুটেশন নীতিমালা প্রথম কমেন্টে সংযুক্ত)
 

সরকারি চাকুরীরত পরীক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজ অথবা প্রতিষ্ঠানে নির্বাচিত হবেন না। 

(বেসরকারি মেডিকেল কলেজ/প্রতিষ্ঠান এর তালিকা দ্বিতীয় কমেন্টে সংযুক্ত)

 

বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষার্থীরা শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট (AFMI) এ ভর্তির সুযোগ পাবেন। তবে ব্যতিক্রম হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষার্থীদের মধ্যে যারা নিউক্লিয়ার মেডিসিন এ MD কোর্সে পরীক্ষা দিতে চান তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সাইন্সেস (NINMAS) ভর্তির সুযোগ পাবেন।
 

✅ পরীক্ষার্থীদের যেসকল যোগ্যতা আবশ্যকঃ

 

👉 এমবিবিএস / বিডিএস অথবা এর সমতুল্য ডিগ্রী যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত

 

👉 এক বছর ইন্টার্নশিপ ট্রেনিং এর সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পরের দিন থেকে 28/2/2023 পর্যন্ত কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ 28/2/2023 এর মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে

 

🛑 বিএমডিসির স্থায়ী নিবন্ধন সনদপত্র এবং এর বৈধতার মেয়াদ কমপক্ষে 31 আগস্ট 2023 এরপর পর্যন্ত থাকতে হবে.

 

সরকারি চাকুরীরত পরীক্ষার্থীরা  চাকুরীতে যোগদান কাল হতে কমপক্ষে দুই বছর চাকুরীকাল অতিবাহিত হতে হবে তবে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যতিক্রম আছে:

 

🛑 নিম্নলিখিত ডিসিপ্লিন ও ফ্যাকাল্টির পরীক্ষার্থীদের সুনির্দিষ্ট চাকরি কালের বাধ্যবাধকতা নেইঃ

 

👉 যেসকল পরীক্ষার্থীরা বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স ফ্যাকাল্টির যেকোনো ডিসিপ্লিন(সাবজেক্ট) এর পরীক্ষা দিতে চান।

 

👉 যেসকল পরীক্ষার্থীরা Anesthesia, Analgesia and Intensive Care Medicine (সার্জারি ফ্যাকাল্টি অধিভুক্ত) এবং Transfusion Medicine (মেডিসিন ফ্যাকাল্টি অধিভুক্ত) এ পরীক্ষা দিতে চান।

 

👉 সরকারি চাকুরিরত যেসকল পরীক্ষার্থীরা দুর্গম এলাকায় কমপক্ষে এক বছর চাকুরীকাল অতিবাহিত করেছেন (প্রেষণ নীতিমালা অনুযায়ী)তারা যেকোনো ডিসিপ্লিন/সাবজেক্ট এর পরীক্ষা দিতে পারবেন।

(তবে তারা বেসরকারি মেডিকেল কলেজ অথবা ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন না)

 

"বিএসএমএমইউ পরীক্ষার্থী কোটায় অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থীদের কমপক্ষে দুই বছর নিয়মিত চাকরিকাল অতিবাহিত হওয়ার আবশ্যকতা রয়েছে তবে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যতিক্রম আছে:

 

🛑 যেসকল পরীক্ষার্থীরা নিম্নলিখিত কোর্স এর পরীক্ষা দিতে চান তাদের চাকুরীকালের ক্ষেত্রে শিথিলতা রয়েছে-

 

👉 যেসকল পরীক্ষার্থীরা বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স ফ্যাকাল্টির যেকোনো ডিসিপ্লিন(সাবজেক্ট) এর পরীক্ষা দিতে চান।

 

👉 যেসকল পরীক্ষার্থীরা Anesthesia, Analgesia and Intensive Care Medicine (সার্জারি ফ্যাকাল্টি অধিভুক্ত) এবং Transfusion Medicine (মেডিসিন ফ্যাকাল্টি অধিভুক্ত) এ পরীক্ষা দিতে চান।

 

"বিএসএমএমইউ পরীক্ষার্থী কোটা" শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রয়োগ যোগ্য হবে যারা স্থায়ী মেডিকেল অফিসার অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল শর্তাবলী পূরণ করেছেন:

 

অনুষ্ঠিতব্য রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় 28 ফেব্রুয়ারি 2023 এর মধ্যে যাদের বয়স সর্বোচ্চ 45 বছর তারা আবেদন করতে পারবেন (যাদের জন্ম তারিখ 1 March 1978 সালের পর তারা আবেদন করতে পারবেন)

 

✅ অনুষ্ঠিতব্য রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় 52 বছর পর্যন্ত শিথিল যোগ্য  যদি তিনি “BSMMU Candidate” হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ডিপ্লোমা ডিগ্রিধারী যে কোন “Private Candidate” হিসেবে অংশগ্রহণ করেন। (যাদের জন্ম তারিখ 1 March 1978 সালের পর তারা আবেদন করতে পারবেন)

 

সরকারি চাকুরীরত পরীক্ষার্থী যাদের ইতিমধ্যে কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করা আছে, তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছর সক্রিয় চাকুরীকাল অতিবাহিত হতে হবে ।

 

যেসকল চিকিৎসকরা অলরেডি কোন কোর্সে অধ্যয়নরত আছেন তারা আবেদন করতে পারবেন না।

 

🛑 যদি কেউ পুনরায় আবেদন করতে চান সে ক্ষেত্রে

 

বিএসএমএমইউ পরীক্ষার্থীরা যারা এর আগে কোন কোর্স ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন অথবা পাস করতে পারেননি (কোর্স আউট হয়ে গিয়েছেন এমন) তাদের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় রেসিডেন্সি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এসব ক্ষেত্রে বিএসএমএমইউ কর্মরত পরীক্ষার্থীদের ক্ষেত্রে "বিএসএমএমইউ পরীক্ষার্থী কোটা" কার্যকর হবে না এবং তাদেরকে সাধারন পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হতে হবে।

 

বেসরকারি ক্যান্ডিডেটরা যারা ইচ্ছাকৃতভাবে কোর্স ছেড়ে দিয়েছেন অথবা পাস করতে পারেননি (কোর্স আউট হয়ে গিয়েছেন এমন) তারা এক বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় পরীক্ষা দিতে পারবেন।

 

উপরোক্ত নিয়মাবলী (যেমন কোর্স ছাড়ার পর এক বছর অথবা দুই বছর অতিবাহিত এর বাধ্যবাধকতা) নিম্নলিখিত ক্ষেত্রে শিথিলযোগ্য অর্থাৎ তারা পরীক্ষা দিতে পারবেন-

 

👉 যারা বেসিক সাইন্স এন্ড প্যারামেডিকেল সাইন্স ফ্যাকাল্টির যেকোনো ডিসিপ্লিন(সাবজেক্ট) এর পরীক্ষা দিতে চান অথবা যেসকল পরীক্ষার্থীরা Anesthesia, Analgesia and Intensive Care Medicine (সার্জারি ফ্যাকাল্টি অধিভুক্ত) এবং Transfusion Medicine (মেডিসিন ফ্যাকাল্টি অধিভুক্ত) এ পরীক্ষা দিতে চান।

 

 

 

ভর্তি পরীক্ষার তারিখ: 09/12/20212শুক্রবার।

 

ভর্তি পরীক্ষার ডিউরেশন: সকাল 10.00-11.30 AM পর্যন্ত।

 

🧿 ব্যাংকে টাকা পরিশোধ করা যাবে 12/10/2022 থেকে 14/11/2022 পর্যন্ত।

 

🧿 অনলাইনে ফরম পূরণ করা যাবে 13/10/2022 থেকে 15/11/2022 রাত 11:50 PM পর্যন্ত।

 

🧿 প্রবেশপত্র প্রিন্ট করা যাবে 01/12/2022 থেকে 09/12/2022 রাত 09:00 PM পর্যন্ত।

 

🧿 আবেদন করতে হবে অনলাইনে www.bsmmu.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে।

 

🧿 6000 টাকা (অফেরতযোগ্য) নিম্নলিখিত একাউন্টে প্রেরণ করতে হবে

 

'ADMISSION AND MISC. FUND" 

SND-A/C NO. 0947102001731 

Pubali Bank Ltd

Shahbag Branch.Dhaka 

 

 

🟢 পূবালী ব্যাংকের যে কোন অনলাইন শাখা থেকে প্রেরণ করা যাবে।


 

📌 অনলাইনে ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

 

👉 সকল ছবি .jpg ফরমেট হতে হবে

👉 বিগত তিন মাসের মধ্যে তোলা রঙিন ছবি (500x500 px সাইজ), ছবির ব্যাকগ্রাউন্ড এক কালারের (সাদা হলে ভালো হয়) হতে হবে যেখানে মুখমণ্ডল পরিষ্কার ভাবে বোঝা যাওয়া উচিত)

👉 ব্যাংকে টাকা জমাদানের রশিদের ছবি (500x500 px সাইজ)

👉 স্বাক্ষরের ছবি (300x200 px সাইজ)
 

🛑 যে সকল প্রশ্ন গুলো আপনারা সাধারণত জিজ্ঞাসা করে থাকেন!

 

📌 আবেদন সাবমিট করার সময় আমার কি কি কাগজপত্র প্রয়োজন হবে?

 

👉 স্থায়ী এবং হালনাগাদ বিএমডিসি সনদপত্র

👉 জাতীয় পরিচয় পত্র (NID)

👉 ইন্টার্ণশিপ সম্পন্ন হওয়ার সার্টিফিকেট

👉 চাকুরী জনিত প্রয়োজনীয় ডকুমেন্টস (সরকারি অথবা বিএসএমএমইউ অথবা বাংলাদেশ ডিফেন্স ফোর্স পরীক্ষার্থীদের জন্য)

 

📌 পরীক্ষার্থী হিসেবে আমার কোন কোন ডকুমেন্ট এর স্ক্যান করা ছবি লাগবে?

👉 সকল ছবি .jpg ফরমেট হতে হবে

👉 বিগত তিন মাসের মধ্যে তোলা রঙিন ছবি (500x500 px সাইজ), ছবির ব্যাকগ্রাউন্ড এক কালারের (সাদা হলে ভালো হয়) হতে হবে যেখানে মুখমণ্ডল পরিষ্কার ভাবে বোঝা যাওয়া উচিত)

👉 ব্যাংকে টাকা জমাদানের রশিদের ছবি (500x500 px সাইজ)

👉 স্বাক্ষরের ছবি (300x200 px সাইজ)

 

📌 ব্যাংকে টাকা জমাদানের রশিদ এর তথ্যাবলি কিভাবে অনলাইন ফরম পূরণের সময় লিখব?

 

👉 প্রথম ঘরে রশিদের মধ্যে যে সংখ্যাটি বৃহত্তম (ব্যাংক ব্যাচ/সিরিয়াল নাম্বার) সেটি লিখতে হবে।

👉 দ্বিতীয় ঘরে স্ক্রল নাম্বার লিখতে হয়। 

 

👉 আপনি যদি শাহবাগ এভিনিউ ব্রাঞ্চে টাকা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষুদ্রতর সংখ্যাটি লিখতে হবে। 

👉 আপনি যদি শাহবাগ এভিনিউ ব্রাঞ্চ ব্যতীত অন্য কোন ব্রাঞ্চে টাকা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে স্ক্রল নাম্বার হবে 1. অর্থাৎ আপনাকে স্ক্রল নাম্বারের ঘরে 1 লিখতে হবে।

👉 ব্যাংকে টাকা জমাদানের তারিখ।

👉 যে ব্রাঞ্চে টাকা জমা দিয়েছেন সেই ব্রাঞ্চের নাম (লিস্ট থেকে সিলেক্ট করতে হবে)

 

🛑 উপরোক্ত তথ্যাবলী সাবমিট করার পর আপনার জন্য অটোমেটিক্যালি একটি এপ্লিকেশন নাম্বার জেনারেট হবে।

 

📌 আমি কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব?

 

এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র টি ওয়েবসাইট থেকে প্রিন্ট করা যাবে 01/12/2022 থেকে 09/12/2022 রাত 09:00 AM পর্যন্ত।

 

🙂 আপনার অনলাইন আবেদনটি গৃহীত হলে এরকম Congratulations Message দেখাবে।

 

 

📌 কত বছর বয়স পর্যন্ত সেই যে ভর্তি পরীক্ষা দেওয়া যায়?

 

অনুষ্ঠিতব্য রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় 28 ফেব্রুয়ারি 2023 এর মধ্যে যাদের বয়স সর্বোচ্চ 45 বছর তারা আবেদন করতে পারবেন (যাদের জন্ম তারিখ 1 March 1978 সালের পর তারা আবেদন করতে পারবেন)

 

✅ অনুষ্ঠিতব্য রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় 52 বছর পর্যন্ত শিথিল যোগ্য  যদি তিনি “BSMMU Candidate” হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ডিপ্লোমা ডিগ্রিধারী যে কোন “Private Candidate” হিসেবে অংশগ্রহণ করেন। (যাদের জন্ম তারিখ 1 March 1978 সালের পর তারা আবেদন করতে পারবেন)

 

📌 ইন্টার্নশিপ কত তারিখের মধ্যে শেষ হলে অনুষ্ঠিতব্য রেসিডেন্সি ভর্তি পরীক্ষা দিতে পারব?

 

পুরো এক বছর ইন্টার্নশিপ ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে এবং ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পরের দিন থেকে 28/2/2023 পর্যন্ত কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে।

 

📌 একজন পরীক্ষার্থী একটার বেশি ডিসিপ্লিন চয়েস করতে পারবেন কিনা?

না। ফাইনাল সাবমিশনের পরে ডিসিপ্লিন পরিবর্তন করার সুযোগ থাকবে না। এক সেশনে একজন পরীক্ষার্থী একবার আবেদন করতে পারবেন।

 

📌 একজন পরীক্ষার্থী একটার বেশি ইনস্টিটিউট চয়েস করতে পারবেন কিনা?

একজন পরীক্ষার্থী সর্বোচ্চ সাতটা ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন। যে সকল ডিসিপ্লিনে অতগুলো ইনস্টিটিউট নেই, সেগুলোর ক্ষেত্রে যতগুলো ইনস্টিটিউট আছে শুধুমাত্র ওগুলোই চয়েজ হিসেবে দিতে পারবেন। তবে একজন "Government Candidate" প্রাইভেট ইনস্টিটিউট চয়েজ হিসেবে দিতে পারবেন না

 

 

🛑 কোন সাময়িক সনদপত্র দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবেনা।

 

উপরোক্ত তথ্যাবলী www.bsmmu.edu.bd ওয়েবসাইটে প্রদত্ত নোটিশ থেকে নেওয়া হয়েছে। যদি কোন কনফিউশন থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েব সাইটে প্রদত্ত নোটিশ দেখুন।
 

কোন তথ্য জানার প্রয়োজন হলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখুন।

 

সবার জন্য শুভকামনা।

ধন্যবাদ।

 

Dr. Sifat Saleh

MBBS,BCS(Health)

MS(Phase-A, Paediatric Surgery)

Bangladesh Shishu Hospital & Institute

 


Comments :

Sifat Saleh
ডেপুটেশন নীতিমালা লিংকঃ https://genesisonlineuniversity.com/materials
2
2 years ago
Sifat Saleh
বেসরকারি মেডিকেল কলেজ/প্রতিষ্ঠান এর তালিকা লিংকঃ https://genesisonlineuniversity.com/materials
3
2 years ago
Tanmoy Das
হিসাবের নামে কি"ADMISSION AND MISC. FUND" এটা লিখতে হবে?
1
2 years ago
Sifat Saleh
Yes
0
2 years ago
Tanmoy Das
থ্যাংস
0
2 years ago
ABDUR RAHMAN
Residency form fillup করতে BMDC certificate সংক্রান্ত কি কি information জানতে চাওয়া হয়?
1
2 years ago
Sifat Saleh
Name , bmdc number, address and valid updo (date)
0
2 years ago
Dr Sazzad
Amar July 21 porjonto validity cilo bmdc certificate, ekhon ki renew koro lagbe,na exam er por korle hobe
0
2 years ago
Montasir Yaman
Assalamu alaikum..amader intern 28 february shesh hoyese..kintu 28 february shesh holeo 1 march thk count korle 1 march to 28 february 22 365 days hoy..amra diye parbo na?
0
2 years ago
Sifat Saleh
২/১ দিনের এর জন্য আটকানোর কথা না। গত বছর এমন একটা সমস্যা হয়েছিল। পরে BSMMU তে আবেদন করার পর সবাইকে অনুমতি দিয়েছে। For details plz contact +88 02 55165760-94
0
2 years ago
Marzia Sara
Montasir yaman vaia Khoj ki niyechilen?dea jbe ki?
0
2 years ago
Dr Rabiul Islam
what will be the branch name in bank deposit slip?? i stay outside of dhaka, so, is it mandatory to mention Shahbag branch in bank deposit slip??
0
2 years ago
Sifat Saleh
No brother. Name of branch means from which branch u r depositing money. Thanks
0
2 years ago
Nisorgo ahmed
আসসালামু আলাইকুম ভাই আমি নন গভঃ ক্যান্ডিডেট হিসেবে ডি অর্থ কোর্সে ছিলাম । গত বছর সেপ্টেম্বরে কোর্স বাতিল করি । এখন আমি সরকারি চাকরি করি । আমি কি এবার এক্সাম দিতে পারব ? আমার কোর্স ছাড়ার এক বছর পার হয়েছে । ধন্যবাদ
0
2 years ago
Sifat Saleh
ওয়ালাইকুম আসসালাম। বেসরকারি ক্যান্ডিডেটরা যারা ইচ্ছাকৃতভাবে কোর্স ছেড়ে দিয়েছেন অথবা পাস করতে পারেননি (কোর্স আউট হয়ে গিয়েছেন এমন) তারা এক বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় পরীক্ষা দিতে পারবেন। ধন্যবাদ ভাইয়া।।
0
2 years ago
Dr. Manir Hossen
Icmch, matuail e ki government candidate der seat ase??
0
2 years ago
Sifat Saleh
Yes. There are 5 govt & 5 pvt seat. Thanks for ur query.
0
2 years ago
Dr. Md. Salahuddin Mia
আসসালামু আলাইকুম ভাই।গভঃ ক্যান্ডিডেট যারা পূর্বে একবার রেসিডেন্সী ফেজ-এ এর জন্য প্রেষণ নিয়েছেন এবং কোর্স আউট হয়েছেন তারা কি পুনরায় রেসিডেন্সী/ডিপ্লোমা পরীক্ষা দিতে পারবেন?
0
2 years ago
Sifat Saleh
🛑 যদি কেউ পুনরায় আবেদন করতে চান সে ক্ষেত্রে বিএসএমএমইউ পরীক্ষার্থীরা যারা এর আগে কোন কোর্স ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন অথবা পাস করতে পারেননি (কোর্স আউট হয়ে গিয়েছেন এমন) তাদের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় রেসিডেন্সি পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এসব ক্ষেত্রে বিএসএমএমইউ কর্মরত পরীক্ষার্থীদের ক্ষেত্রে "বিএসএমএমইউ পরীক্ষার্থী কোটা" কার্যকর হবে না এবং তাদেরকে সাধারন পরীক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে উত্তীর্ণ হতে হবে। বেসরকারি ক্যান্ডিডেটরা যারা ইচ্ছাকৃতভাবে কোর্স ছেড়ে দিয়েছেন অথবা পাস করতে পারেননি (কোর্স আউট হয়ে গিয়েছেন এমন) তারা এক বছর অতিবাহিত হওয়ার পর পুনরায় পরীক্ষা দিতে পারবেন। উপরোক্ত নিয়মাবলী (যেমন কোর্স ছাড়ার পর এক বছর অথবা দুই বছর অতিবাহিত এর বাধ্যবাধকতা) নিম্নলিখিত ক্ষেত্রে শিথিলযোগ্য অর্থাৎ তারা পরীক্ষা দিতে পারবেন- 👉 যারা বেসিক সাইন্স এন্ড প্যারামেডিকেল সাইন্স ফ্যাকাল্টির যেকোনো ডিসিপ্লিন(সাবজেক্ট) এর পরীক্ষা দিতে চান অথবা যেসকল পরীক্ষার্থীরা Anesthesia, Analgesia and Intensive Care Medicine (সার্জারি ফ্যাকাল্টি অধিভুক্ত) এবং Transfusion Medicine (মেডিসিন ফ্যাকাল্টি অধিভুক্ত) এ পরীক্ষা দিতে চান।
0
2 years ago
Dr. Md. Salahuddin Mia
ধন্যবাদ ভাই।বিএসএমএমইউ এর ছাড়া অন্যান্য ইন্সটিটিউটের পরীক্ষার্থীরা কি তাহলে কোর্স আউট হবার ২ বছর পরেও বেসিক সাইন্স /প্যারামেডিকেল সাইন্স এর বাইরে অন্য যে কোন সাব্জেক্টে পরীক্ষা দিতে পারবে না?
0
2 years ago
Dr. Md. Salahuddin Mia
Analgesia and intensive care medicine সাব্জেক্ট টা কি নতুন চালু হয়েছে? কোন ইন্সটিটিউটে আছে এবং সিট কয়টা?
0
2 years ago
neurosharif
Excellent
1
2 years ago
Shamsun Nahar
amar BMDC Registration valid upto 31st March, 2022.amar ki ekhon renew korar proyojon ase?
0
2 years ago
Sifat Saleh
Thanks for ur query. ✅ পরীক্ষার্থীদের যেসকল যোগ্যতা আবশ্যকঃ 👉 এমবিবিএস / বিডিএস অথবা এর সমতুল্য ডিগ্রী যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত 👉 এক বছর ইন্টার্নশিপ ট্রেনিং এর সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পরের দিন থেকে 28/2/2022 পর্যন্ত কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ 27/2/2021 এর মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। 🛑 বিএমডিসির স্থায়ী নিবন্ধন সনদপত্র এবং এর বৈধতার মেয়াদ কমপক্ষে 31 আগস্ট 2022 এরপর পর্যন্ত থাকতে হবে.
0
2 years ago
Sifat Saleh
yes. U have to renew. Thanks.
0
2 years ago
Shamsun Nahar
amar BMDC Registration valid upto 31st March, 2022.amar ki ekhon renew korar proyojon ase?
0
2 years ago
Sifat Saleh
Thanks for ur query. ✅ পরীক্ষার্থীদের যেসকল যোগ্যতা আবশ্যকঃ 👉 এমবিবিএস / বিডিএস অথবা এর সমতুল্য ডিগ্রী যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত 👉 এক বছর ইন্টার্নশিপ ট্রেনিং এর সার্টিফিকেট এবং ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পরের দিন থেকে 28/2/2022 পর্যন্ত কমপক্ষে এক বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ 27/2/2021 এর মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। 🛑 বিএমডিসির স্থায়ী নিবন্ধন সনদপত্র এবং এর বৈধতার মেয়াদ কমপক্ষে 31 আগস্ট 2022 এরপর পর্যন্ত থাকতে হবে.
0
2 years ago
Sifat Saleh
BMDC Certificate renewal steps: ৫ বছরের বেশি রিনিউ করা যায় না। ফি ১০০০ টাকা। সার্ভিস চার্জ ১৫০ টাকা। মোট ১১৫০ টাকা। বিলম্ব ফি ৫০০ টাকা করে (পার ইয়ার)। BMDC র ওয়েবসাইট থেকে renewal form ডাউনলোড করে প্রিন্ট বের করে ফিলআপ করবেন। নিচে উল্লিখিত সব ধাপ শেষ করে অনলাইন পেমেন্ট এর শেষে এই ফর্ম এর ছবি তুলে pdf format এ নিয়ে আপলোড করবেন। ওয়েবসাইটে ‘User registration’ এ সব তথ্য দিয়ে আগে registration করতে হবে। Profile information সব দেয়ার পর একটা Login ID (12 digit) & Password (6 digit) দিবে। এই ইনফরমেশন দিয়ে পরে লগইন করতে হবে। এরপর লগইন করে Dashboard অপশন আসবে। স্টেপস: 1. NID verification (এন্ট্রি করতে হবে) 2. Photo uploading (size 300*300) 3. Document uploading 4 টা (NID Card, e-TIN certificate 12 digit, BM&DC full registration certificate original one, MBBS/BDS certificate) এই সবগুলোর pdf format এ সাবমিশন করা লাগে। 4. Make my payment (এই অপশনে যেয়ে আপনি কেন পেমেন্ট করতে চাচ্ছেন সিলেক্ট করলে আপনার জন্য নির্ধারিত ফি আপনাকে দেখাবে। Urgent service চাইলে ‘yes’ সিলেক্ট করবেন, ৩০০ টাকা অতিরিক্ত দিতে হবে। এরপর Card/Mobile banking/ Net banking option আসবে। আপনাদের সুবিধামতো উপায়ে পেমেন্ট দিবেন। ক্যাশ পেমেন্ট এখন বন্ধ। 5. See my payment log (এখানে পেমেন্ট এর ডিটেইলস কপিটি ডাউনলোড করে প্রিন্ট করবেন। অনলাইনের এই কাজগুলো শেষ করে BM&DC তে যেতে হবে কিছু ডকুমেন্টের হার্ডকপি নিয়ে। 1. Payment slip print copy ( previously mentioned ) 2. Original BM&DC registration certificate 3. Photocopy of TIN ( must be attested with seal, signature & date ) 4. Photocopy of NID card ( must be attested with seal, signature & date) 5. Properly filled application form of renewal এগুলো অফিস এ নির্ধারিত স্থানে জমা দিলে এবং ‘urgent’ উল্লেখ করা থাকলে অনুরোধ করলে ওইদিনই দিয়ে দিবে। রেগুলারটা ৫ দিন লাগে। তারিখ sms এ জানাবে। সকাল ১০ টা থেকে ২ টার ভিতর গেলে ওইদিন renewed certificate নিয়ে আসা যাবে। পরে নিয়ে আসতে গেলে (sms এর ডেট এ) Payment slip print এর আরেকটা কপি নিয়ে যেতে হবে।
0
2 years ago
Dr.Sobrata
Amk bank 6digit er j scroll number dise seta diye konovabei form fillup hosse na.tahole akhn ki krbo?scroll number ki vul dise? Bank k giye thik kre asbo kina?
1
2 years ago
Sifat Saleh
ব্যাংকে টাকা জমাদানের রশিদ এর তথ্যাবলি কিভাবে অনলাইন ফরম পূরণের সময় লিখব? 👉 প্রথম ঘরে রশিদের মধ্যে যে সংখ্যাটি বৃহত্তম (ব্যাংক ব্যাচ/সিরিয়াল নাম্বার) সেটি লিখতে হবে। 👉 দ্বিতীয় ঘরে স্ক্রল নাম্বার লিখতে হয়। 👉 আপনি যদি শাহবাগ এভিনিউ ব্রাঞ্চে টাকা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষুদ্রতর সংখ্যাটি লিখতে হবে। 👉 আপনি যদি শাহবাগ এভিনিউ ব্রাঞ্চ ব্যতীত অন্য কোন ব্রাঞ্চে টাকা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে স্ক্রল নাম্বার হবে 1. অর্থাৎ আপনাকে স্ক্রল নাম্বারের ঘরে 1 লিখতে হবে। 👉 ব্যাংকে টাকা জমাদানের তারিখ। 👉 যে ব্রাঞ্চে টাকা জমা দিয়েছেন সেই ব্রাঞ্চের নাম (লিস্ট থেকে সিলেক্ট করতে হবে)
0
2 years ago
Adnan shahariar
application korar por cancel korar ba subject change korar kono way ace? keu jodi cancel kore taile ki taka back pabe? bcps er moto?
0
2 years ago
Sifat Saleh
Sorry, after online application there is no way to refund or subject change. Thanks.
0
2 years ago
Emamul
Ophthalmology ar institute based private candidates der seat number ar list ta dea jabae??
0
1 year ago