Popular Tags
- Residency (2)
- FCPS Part-1 (2)
- BCPS (2)
- Meritlist (1)
- Result (1)
- Embryology (1)
- Mnemonics (1)
- Admission (1)
- Form fill up (1)
- BSMMU (1)
- Poland Syndrome (1)
- Academic Post (1)
- Thoracic Surgery (1)
- DMCH (1)
- Radiology & Imaging (1)
- Orthopedic Surgery (1)
- D-Ortho (1)
- MS (Orthopedics) (1)
- Career (1)
- Hybrid Education (1)
- Surgery Preparation (1)
Final Professional Examination :Surgery Preparation.
সার্জারীর জন্য কিভাবে প্রস্তুতি নেয়া যায়?
Surgery Paper 1
সিলেবাসটা একটু বড়ই বলা যায়।
General Surgery,Orthopaedics সহ আরো বেশ কিছু স্পেশালিটি এখানে পড়তে হবে।
তাই পড়াও এখানে বেশি।
তবে একটু গুছিয়ে বিগত বছরের প্রশ্ন দেখে পড়া শুরু করলে বেশি কষ্ট হওয়ার কথা না।
Surgery Paper 2
Eye & ENT নিয়েই পেপার ২।
একটু আনকমন হওয়াতে কঠিন লাগতে পারে।
কিন্তু শুরু থেকেই পরীক্ষা রিলেটেড টপিকগুলো পড়ে নিতে হবে।
Surgery OSPE:
Paper -1
Paper -2
আলাদা দিনে পরীক্ষা হবে।
Paper 1 থেকে-
মোট ১০ টা।
-------Instruments(general +ortho.)
-------X ray.( Sigmoid Volvulus.
Pneumoperitoneum.
Small Intestinal Obstruction.
Gastric Outlet Obstruction due to Pyloric Stenosis.
Renal Stone.
T Tube Cholangiography .
+Various fracture)
-------Pictogram.(Burn)
-------Specimen(gall bladder, appendix, renal Stone, sequestrum)
Paper 2 থেকে-
Eye থেকে ৫ টা।
ENT থেকে ৫ টা।
মোট ১০ টা ospe থাকবে।
Eye থেকে
-Optics(Lens)
-Instruments
- Procedure(Sac ptatency Test,SICS)
-Photograph(leucokoria,pterygium,Stye,Chalazion)
-Imaging(Retinoblastoma)
ENT থেকে
-Instruments.
-Specimen (tonsil,polyp,thyroid)
-Pictogram.(thyroid etc)
-X ray.
-Tympanometry.
সার্জারী ১ম পত্র
Long Case--
long Case এর মধ্যে
-Obstructive Jaundice.
-Chronic Cholecystitis.
-PVD.
-Renal Stone.
-Ca breast.
-BPH.
-Gastric Outlet Obstruction.
-Appendicitis.
-Carcinoma Colon
এসবই কমন।
একটাই Long Case দিতে হবে পরীক্ষায়।
Short Case -
Short Case হিসাবে-
-Hernia.
-Hydrocele.
-Ulcer.
-Soft Tissue Swelling (Lipoma,Sebaceous cyst,Dermoid Cyst).
-Thyroid swelling.
-Hemangioma.
এসবই কমন।
পরীক্ষায় ২ টা শর্ট কেইস দিতে হবে প্রত্যেককে।
সার্জারী ২য় পত্র
EYE & ENT
EYE থেকে প্রথমেই ২ টা Short Case দিতে হয়।
--Cataract.
--Chronic Dacryocystitis.
এই দুইটাই মূলত সবাইকে দেয়া হয়।(কলেজ ভেদে আরো ২/৩ টা শর্ট কেইস দেয়া হতে পারে)
রোগী দেখে,পরীক্ষা করে এসে এরপর লিখতে হয় খাতায়।
লেখা অবস্থায় ভাইবার জন্য ডাক পড়তে পারে।
তবে লেখার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
ভাইবা--
প্রথমেই কেইসের খাতা জমা দিতে হবে।কেইস রিলেটেড প্রশ্ন করা হবে।
এরপর কিছু কার্ড থাকে।কমন টপিক গুলো থেকেই প্রশ্ন করা হয়।যেমন-
-Glucoma.
-Cataract.
-Chronic Dacryocystitis.
-Refractive Error.
-Retinablastoma.
-Chalazion.
-Stye etc.(must read topics)
ENT এর জন্যও ২ টা শর্ট কেইস দিতে হবে।
-Thyroid Swelling.
-DNS.
-CSOM.
-Chronic Tonsillitis.
-Thyroglossal cyst.
-Parotid gland swelling.
এরপর বোর্ড ভাইবা।
প্রথমেই কেইস সম্পর্কিত প্রশ্ন করা হবে।
এরপর কার্ড প্রশ্ন।
এখানে বিভিন্ন রকমের টপিক থেকে প্রশ্ন থাকে।
Book list-
For Surgery
1.Bailey & Love.
2.Makhon Lal.
3.OSPE any book or sheet.
4.Guide --Any.
5.For ENT--Dingra or Synopsis.
6.Long Case--Any book or sheet.
7.Short Case-Any book or sheet.
আপনার যদি আগ্রহ থাকে তাহলে বাকি টপিক যেমন EYE,Ortho এগুলার জন্যও মেইন বই কিনতে পারেন।
Dr.Rubel Ahmed
MBBS
Sylhet MAG Osmani Medical College.