Popular Tags
- Residency (2)
- FCPS Part-1 (2)
- BCPS (2)
- Meritlist (1)
- Result (1)
- Embryology (1)
- Mnemonics (1)
- Admission (1)
- Form fill up (1)
- BSMMU (1)
- Poland Syndrome (1)
- Academic Post (1)
- Thoracic Surgery (1)
- DMCH (1)
- Radiology & Imaging (1)
- Orthopedic Surgery (1)
- D-Ortho (1)
- MS (Orthopedics) (1)
- Career (1)
- Hybrid Education (1)
- Surgery Preparation (1)

Final Professional Examination :Medicine Preparation
মেডিসিনের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে?
প্রথমে আসি লিখিত পরীক্ষা।
--এর জন্য সাধারণত বিগত ৫-৮ বছরের প্রশ্ন পড়ে নিলেই মোটামুটি কমন পাওয়া যায়।
বছরের শুরু থেকেই এ কাজটা করে ফেললে পরীক্ষার আগে চাপ কম পড়বে।
লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা যে কোন গাইড ফলো করতে পারেন।তবে লেখাগুলো ডেভিডসনের সাথে মিল আছে কি না দেখে নিতে হবে।
OSPE এর জন্য কিভাবে পড়ব?
--মেডিসিন OSPE একটু ভিন্ন ধরনের।এতে ECG,X RAY,CT Scan,Instrument, Pictogram,Scenario থাকে।
তাই শুরু থেকেই আপনাকে পড়া শুরু করতে হবে।
ECG এর মধ্যে সাধারণত AF,MI,CHB দেয়া হতে পারে।
এ বিষয়ে আপনার খুটিনাটি পড়ে নিতে হবে।
X Ray এর মধ্যে সাধারণত Chest X Ray দেয়া হয় যেমন-Effusion,Consolidation,Pneumothorax, Mass lesion দেয়া হতে পারে।
CT Scan এ সাধারণত Ischaemic stroke,Haemorrhagic Stroke দেয়া হয়।
Instrument নিদিষ্ট করে কিছু বলা যায় না তবে মোটামুটি পরিচিত instrument ই দেয়া হয়।
Pictogram সাধারণত Dermatology থেকে থাকতে পারে।
সাথে Facila Nerve,Ptosis এসবও থাকতে পারে।
এর আসা যাক Case Scenario.
লিখিত পড়া হলেই এটা নিয়ে আর চিন্তা করতে হবে না।
এর মধ্যে থেকেই কমন পাওয়া যায়।
এরপর আসা যাক ভাইবা নিয়ে।
মেডিসিন এ ভাইবা বোর্ড,শর্ট কেইস, লং কেইস দিতে হবে।
এর মধ্যে ভাইবা বোর্ড হলো মোট -৬ টা।
Paediatrics--২ টা।
Internal Medicine -- ৩ টা।
Skin+Psychiatry-১ টা।
সবগুলো বোর্ড এভারেজ ৫/৬ মিনিট আপনাকে দিতে হবে।
Internal Medicine
Board-1--
ECG (সাধারনত MI,AF,CHB)
এরপরে সিস্টেম রিলেটেড প্রশ্ন করা হবে।
কোন সিস্টেম কোন বোর্ডে থাকবে এটা বলা মুশকিল।
মোটামুটি কমন টপিক থেকেই আপনাকে প্রশ্ন করা হবে।
Board 2-
X Ray(Pleural Effusion,consolidation,pneumothorax, mass lesion)
এরপর System Question.
Board 3-
DATA(Hematology,Urine, Thyroid,CSF)
System Questions.
Skin+ Psychiatry Board-
Skin & Psychiatry থেকে কমন Disease গুলোই জিজ্ঞেস করবে।
Paediatrics Board-1
সাধারনত আগের মতই DATA+ Instrument দিয়ে শুরু হবে।
এরপর আপনাকে একটি কার্ড দেয়া হবে।
নিজে কার্ড পড়ে নিজেই উত্তর বলে যেতে হবে।
Paediatrics Board--2
X Ray দিয়ে শুরু হতে পারে(Rickets,TOF,Scurvey)
এরপর কার্ডের প্রশ্ন গুলো।
Short Case:
আপনাকে মোট ৫ টা শর্ট কেইস দিতে হবে।
৩ টা Internal Medicine
২ টা Paediatrics.
Internal Medicine থেকে মুলত--
Respiratory system
---Pleural Effusion.
---Consolidation.
etc..
Abdomen
---Hepatomegaly.
---Hepatosplenomegaly.
---Spleenomegaly
Nervous System
---Facial Nerve.
---3,4,5 Cranial nerve.
Musculoskeletal System
---Flaccid Paralysis.
---Spastic Paralysis.
Cardiovascular System
---MS
থাকে।
Paediatrics থেকে মূলত--
---Ascites.
---Thallasemia.
---Acute Bornchiolitis.
---General Examination.
---IMCI.
---Down Syndrome.
---TOF.
---PDA.
---VSD
এসব থাকে।
এরপরে আসা যাক।
সবচেয়ে কষ্টকর Long Case.
পরীক্ষা মূলত এটা দিয়েই শুরু হবে।
আপনাকে ৪০ মিনিটের মত সময় দেয়া হবে কেইস সাজানোর জন্য।
এরপর পরীক্ষা শুরু।
পুরোটাই স্যারের উপর নির্ভর করবে।
প্রথমে কেইস প্রেজেন্ট করতে হবে ৪/৫ মিনিটে।
এরপর Cross Questions, Examination।
মোটামুটি ১০-১৫ মিনিট আপনাকে যাচাই করে নিবেন।
Long Case এর জন্য--
Respiratory System
--Asthma.
--COPD.
--TB.
--Bronchial Carcinoma.
--Pneumonia.
CNS
--Stroke.
Renal System
--AGN.
--NS.
Hepatobilliary System
--CLD.
--Acute Viral Hepatitis.
--Hepatocellular Carcinoma.
Hematology
--Thallasemia.
--Leukemia.
--Multiple Myeloma.
--Lymphoma.
Others
--Dengue.
--Typhoid etc
বই লিস্ট--
Medicine Books-
1.Davidson.
2.Long Case of Abdullah Sir.
3.Short Case of Abdullah Sir.
4.ECG Abdullah Sir
5.X Ray Abdullah Sir.
6.Any book /sheet for OSPE.
7.Macleod.
8.Guide--Any.
Dr.Rubel Ahmed
MBBS.
Sylhet MAG Osmani Medical College