Genesis Online University

আমাদের কথা

চিকিৎসক মানুষের আপনজন আর জেনেসিস চিকিৎসকের প্রিয়জন। বিশেষজ্ঞ চিকিৎসক সমৃদ্ধ একটি স্বাস্থ্যসেবা গড়ে তোলার স্বপ্ন নিয়ে জেনেসিসের পথচলা শুরু। বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া অনেক কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার। এই বন্ধুর ও কঠিন পথকে মসৃণ করার কাজটি নিরলসভাবে জেনেসিস করে যাচ্ছে। জেনেসিসের সেবা নেওয়া স্বপ্নবাজ-নবীন চিকিৎসকদের স্বপ্নের সারথি হতে পেরে জেনেসিস গর্বিত। জেনেসিস তার জন্মলগ্ন থেকে চিকিৎসক সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে অবিরাম কাজ করে যাচ্ছে। জেনেসিস কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। বাংলাদেশের সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীকে জেনেসিস তার পরিবারের সদস্য মনে করে। এই পরিবারের প্রতিটি সদস্যের জন্য "জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি" একটি উন্মুক্ত শিক্ষার প্ল্যাটফর্ম, যেখানে পরিবারের সিনিয়র সদস্যরা বাংলাদেশের বিখ্যাত বুদ্ধিজীবী-চিকিৎসক যারা তাদের কর্মজীবনে সফলতার স্বর্ণ শিখরে আরোহন করে তৈরি করে গিয়েছেন অসংখ্য চিকিৎসক; যে চিকিৎসকরা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে গিয়ে মানব সেবার মহান ব্রতে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। সেবা দিয়ে যাচ্ছেন বাংলার আপামর জনগোষ্ঠীকে তথা বাংলাদেশকে।

Genesis Online University Campus Diplomat কারা?

যেসব মেডিকেল শিক্ষার্থী জেনেসিসের নীতিমালা ও লক্ষ্যের সাথে একমত পোষণ করে এবং জেনেসিস পরিবারের উন্মুক্ত শিক্ষা কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত তারাই জেনেসিসের "ক্যাম্পাস ডিপ্লোমেট"।

Genesis Online University Campus Diplomat হওয়ার যোগ্যতা:

  • মেডিকেল শিক্ষার্থী হতে হবে
  • মেডিকেলে একাডেমিক ও এক্সট্রা একাডেমিক প্রোগ্রামে সংযুক্ত থাকতে হবে।

Genesis Online University Campus Diplomat হওয়ার অযোগ্যতা:

  • যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে।
  • রাজনৈতিক ও ধর্মীয় কোনো বক্তব্য জেনেসিস-এর প্লাটফর্মে ব্যবহার করলে।
  • জেনেসিসের প্লাটফর্ম ব্যবহার করে যেকোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে।
  • জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি সমমনা কোনো প্লাটফর্মের দায়িত্বশীল পদে থাকলে।

ক্যাম্পাস ডিপ্লোম্যাটদের দায়িত্ব ও কর্তব্য:

  • দেশের স্বার্থে, নিজের ও নিজ পরিবারের স্বার্থে নিজেকে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলা।
  • চিকিৎসক সমাজের মাঝে জ্ঞান বিতরণের জন্য GENESIS ONLINE UNIVERSITY কে নিজের প্রতিষ্ঠান মনে করে সকল ধরনের পরিকল্পনা, পরামর্শ শেয়ার করা।
  • সহপাঠী, সিনিয়র, জুনিয়রসহ ফ্রেন্ডলিস্টের সকলকে GENESIS ONLINE UNIVERSITY গ্রুপে এড করে আমাদের সকল কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা।
  • জেনেসিস নির্দিষ্ট মেডিকেল কেন্দ্রিক বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করবে। উক্ত ইভেন্টগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
  • "Happy Learning & conceptogenesis" এই প্রতিপাদ্যকে সামনে রেখে GENESIS ONLINE UNIVERSITY গ্রুপে প্রতি সপ্তাহে একটি একাডেমিক পোস্ট দেওয়ার চেষ্টা করা।
  • জেনেসিস আয়োজিত ইভেন্ট, ওয়ার্কশপ, ট্রেইনিং ও সায়েন্টিফিক সেশনে অংশগ্রহণ করা এবং সেগুলো প্রচারণা করা।
  • সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিজের ক্যাম্পাসে নিজেকে "জেনেসিস ডিপ্লোমেট" হিসাবে প্রচার করা।
  • জেনেসিসের পরবর্তী কান্ডারী ও মেন্টর হিসেবে নিজেকে একাডেমিক ও মানসিকভাবে প্রস্তুত করা। এক্ষেত্রে জেনেসিস সর্বাত্মক সহায়তা করবে।
  • নিজের একাডেমিক কার্যক্রম যেন আরও সুন্দর ও ফলপ্রসূ হয়, তা নিশ্চিত করা।

জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এর পক্ষ থেকে ডিপ্লোমেটদের জন্য বিশেষ সুবিধা সমূহ

  • প্রতি সেশন ভিত্তিক সাবজেক্ট সমূহের জন্য একাডেমিক ক্লাস ও এক্সামের ব্যবস্থা করা এবং প্রফের উপযোগী করে গড়ে তোলা।
  • ডিপ্লোমেট দের ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে বিভিন্ন অফলাইন ও অনলাইন ওয়ার্কশপের আয়োজন করা।
  • ডিপ্লোমেটদের একাডেমিক জ্ঞান সমৃদ্ধির জন্য আলাদা "একাডেমিক টিম" তৈরী।
  • ডিপ্লোমেট দের জন্য বিভিন্ন ধরনের অনলাইন ও অফলাইন ক্যারিয়ার গাইডলাইনের প্রোগ্রামের আয়োজন করা।
  • একাডেমিক জ্ঞান বহির্ভূত বিভিন্ন লেখালেখির প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা এবং গিফট প্রদান করা।
  • ডিপ্লোমেটদের কে নিয়ে বিভিন্ন সময়ে পুনর্মিলনীর আয়োজন করা।
  • সকল ডিপ্লোমেটকে স্পেশাল আইডি কার্ড ও গিফ্ট দেওয়া হবে।
  • ডিপ্লোমেটরা উদ্যম, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে চিফ ডিপ্লোমেট, সুপারভাইজার, ডিপ্লোমেট সুপারভাইজার, এম্বাসী এডভাইজর, এসিস্ট্যান্ট এম্বাসী এডভাইজর, কোঅর্ডিনেটর হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ পাবে।
  • কাজের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে একজন সেরা ডিপ্লোমেটকে পুরুস্কার দেওয়া হবে।
  • জেনেসিসের পোস্ট গ্রাজুয়েশন ব্যাচ গুলাতে ভর্তির ক্ষেত্রে এবং বিভিন্ন বইয়ে ছাড়ের ব্যবস্থা করা।
  • স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ জেনেসিস এর পক্ষ থেকে "সার্টিফিকেট" প্রদান করা হবে।

ডিপ্লোম্যাট হতে নিচের বাটনে ক্লিক করুন

Apply as Diplomat