Genesis Online University

প্রেক্ষাপটঃ নতুন চিকিৎসকের জন্য BANGLADESH CIVIL SERVICE (BCS)

প্রেক্ষাপটঃ নতুন চিকিৎসকের জন্য BANGLADESH CIVIL SERVICE (BCS)

বর্তমানে সরকারী মেডিকেল কলেজ - ৩৭
আর্মি নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ - ০৬
বেসরকারি মেডিকেল কলেজ - ৭০
মোট- ১০৩

সরকারি ডেন্টাল কলেজ+ ইউনিট- ০৮
বেসরকারি ডেন্টাল কলেজ + ইউনিট - ২৬
মোট-৩৪ (তথ্যসূত্র : Wikipedia)

৪৪ তম বিসিএস (স্বাস্থ্য)
সহকারী সার্জন- ১০০
সহকারী ডেন্টাল সার্জন- ২৫

গড়ে ১ টি প্রতিষ্ঠানের ১ জন চিকিৎসক নিলেও তাও সবার ভাগে পড়ে না।

চিত্রটি কল্পনা করুন।

যে দুর্দশা হয়েছিল ৩৩ বিসিএসের পর থেকে সেই চিত্রের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ৪২ বিসিএসে পর হতে।
৩৪-৩৫-৩৬-৩৭-৩৮ মিলে হয়ত ৮০০(+/-) চিকিৎসক নিয়োগ হয়েছে। এর জন্য জনপ্রশাসনের কোন Accountibility নেই।

বাস্তব কথা, সরকার সকলের চাকরির চাহিদা পূরণ করতে পারবে না। বেসরকারি প্রতিষ্ঠান এক্ষেত্রে ভাল ভূমিকা পালন করছে যদিও তার মান প্রশ্নবিদ্ধ।

নতুন চিকিৎসকদের কাছে Message ঃ

আপনারা  বিসিএস (স্বাস্থ্য) এর পাশাপাশি বিসিএস(জেনারেল)  ক্যাডারের প্রতি আগ্রহী হবেন।

আমি স্বপ্ন দেখি একদিন দেশের ৪৯৫ টি উপজেলার UNO, ৬৪ জেলার DC ও SP ও DCT, ৮ টি বিভাগের Divisional Commissioner ও DIG, সকল মন্ত্রণালয়ের সচিব, IGP, BPSC এর চেয়ারম্যান  DOCTOR background থেকে আসবে।

Haters রা বলবেন যে, তাহলে চিকিৎসা করবে কারা???
১০০০ চিকিৎসক যদি এইসব পদে আসলে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বেনা বরং বিপরীত টি হবে বলে আমার বিশ্বাস।

আর যারা International Platform এ পারফর্ম করতে চান অর্থাৎ বিদেশে যেতে চান তাদের জন্য শুভকামনা।

লোটে শেরিং যদি প্রধানমন্ত্রী পারে, দীপু মনি যদি শিক্ষামন্ত্রী হতে পারে, প্রাণ গোপাল দত্ত প্রমুখ যদি এম.পি হতে পারে...
আপনি আমি কেন নয়...

ইন্জিনিয়াররা ইতোমধ্যেই এসব সেক্টরে আসা শুরু করে দিয়েছে সে তুলনায় চিকিৎসক সংখ্যা নগন্য। জনগণ বলে আমরা জনগণের টাকা ডাক্তার হয়েছি। আসুন এবার সেই জনগণের জনপ্রশাসনে জনস্বার্থে নিজেকে নিযুক্ত করি।

শুভকামনায়-
ডা. রুবাইয়াত সানজিদ হোসেন
সহকারী পুলিশ সুপার (৩৮ বিসিএস)
মমেক (২০০৮-০৯)
 


Comments :

MD SAKLAIN HOSSAIN KHAN MOKMAIN
সেই সেই👍
0
1 month ago