Workshop on Essentials of ACLS & BLS (Batch-18)
★ Starting : 11 Jan 2025
★ Deadline : 13 Feb 2025
★ Time : 11:59 PM
- Fee : 500 BDT
𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐨𝐧 𝐄𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥𝐬 𝐨𝐟 𝐀𝐂𝐋𝐒 & 𝐁𝐋𝐒 (𝐁𝐚𝐭𝐜𝐡-𝟏𝟖)
𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐃𝐚𝐭𝐞: 𝟏𝟒/𝟎𝟐/𝟐𝟎𝟐𝟓 (𝐅𝐫𝐢𝐝𝐚𝐲)
𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐓𝐢𝐦𝐞: 𝟐.𝟏𝟓 𝐩𝐦
💎𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐎𝐛𝐣𝐞𝐜𝐭𝐢𝐯𝐞𝐬 𝐨𝐟 𝐁𝐋𝐒
✪ 𝐂𝐏𝐑: 𝐁𝐚𝐬𝐢𝐜𝐬 & 𝐁𝐞𝐲𝐨𝐧𝐝
✪ 𝐄𝐚𝐬𝐲 𝐀𝐩𝐩𝐫𝐨𝐚𝐜𝐡 𝐭𝐨 𝐎𝐱𝐲𝐠𝐞𝐧 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲
✪ 𝐔𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 𝐎𝐱𝐲𝐠𝐞𝐧 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐃𝐞𝐯𝐢𝐜𝐞
✪ 𝐇𝐞𝐢𝐦𝐥𝐢𝐜𝐡 𝐦𝐚𝐧𝐞𝐮𝐯𝐞𝐫
✪ 𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐡𝐚𝐧𝐝𝐥𝐞 𝐢𝐧𝐬𝐭𝐫𝐮𝐦𝐞𝐧𝐭𝐬 𝐥𝐢𝐤𝐞
☞ 𝐋𝐚𝐫𝐲𝐧𝐠𝐨𝐬𝐜𝐨𝐩𝐞
☞ 𝐄𝐧𝐝𝐨𝐭𝐫𝐚𝐜𝐡𝐞𝐚𝐥 𝐭𝐮𝐛𝐞
💎𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩 𝐅𝐞𝐚𝐭𝐮𝐫𝐞𝐬
✪ 𝐁𝐋𝐒 & 𝐀𝐂𝐋𝐒 𝐭𝐡𝐞𝐨𝐫𝐲 𝐜𝐥𝐚𝐬𝐬
✪ 𝐎𝐱𝐲𝐠𝐞𝐧 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲
✪ 𝐂𝐏𝐑 𝐆𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞 𝐬𝐞𝐬𝐬𝐢𝐨𝐧
✪ 𝐇𝐚𝐧𝐝𝐬-𝐨𝐧 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧
✪ 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠 𝐒𝐡𝐚𝐫𝐢𝐧𝐠
✪ 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐛𝐮𝐭𝐢𝐨𝐧
📌 কিছু নির্দেশনা:
1. ওয়ার্কশপটি অফলাইনে হবে,অনলাইনে হবে না। অফলাইন ওয়ার্কশপের লোকেশন প্রোগ্রামের পূর্বে জানিয়ে দেওয়া হবে।
2. অফলাইন ওয়ার্কশপ তাই রেজিষ্ট্রেশন এর সীট সীমিত।
3. প্রোগ্রামে অংশগ্রহণ কারী সকলেই হাতে কলমে প্র্যাকটিকাল অংশে অংশ নিতে পারবেন।প্র্যাকটিস করার জন্য আলাদা Dummy আছে।
4. প্রোগ্রামে স্মারক হিসেবে সার্টিফিকেট প্রদান করা হবে।সুতরাং সকলেই রেজিস্ট্রেশন এর সময়ে সার্টিফিকেট অনুসারে ইংরেজি ক্যাপিটাল লেটারে নাম সাবমিট করবেন।
5. ওয়ার্কশপের সম্পূর্ণ সময়-৪-৫ ঘন্টা।
6. ওয়ার্কশপ চলাকালীন সময়ে নামাজের বিরতি দেওয়া হবে এবং মেয়েদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।
7. ওয়ার্কশপ চলাকালীন সময়ের মাঝে স্ন্যাকস বিরতি দেওয়া হবে।স্ন্যাকস GOU এর পক্ষ থেকে ব্যবস্থা করা হবে।
8. রেজিস্ট্রেশন এর পেমেন্ট এর পরে সকলেই Link এর মাধ্যমে WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যাবেন।
📌 প্রোগ্রামে রেজিস্ট্রেশান প্রক্রিয়াঃ
➨ Register বাটন এ ক্লিক করলেই Program টি তে রেজিষ্ট্রেশন হয়ে যাবে।
➨ আর আপনার যদি ওয়েবসাইট একাউন্ট না করা থাকে তাহলে Register বাটন এর পরে "Create Account" বাটনে গিয়ে কিছু তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
➨ আপনি রেজিস্টার করলে আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আপডেট এবং Facebook Group লিংক পাবেন।
(যেকোনো জরুরী পরিস্থিতিতে সিডিউল চেঞ্জ হতে পারে।)
যেকোন প্রয়োজনে ম্যাসেজ করুন https://www.facebook.com/GENESISONLINEUNIVERSITY
🎨 For any information
🎧 Please Call (10 AM to 8 PM)
01404432566
01404432536