Genesis Online University

Workshop on Art of Anchoring

★ Registration Starting : 21 Feb 2024

★ Registration End : 27 Feb 2024

ধরুন,  নতুন বছরে আপনার ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠানে কিংবা আপনার ক্যাম্পাসের সবচেয়ে বড় পাবলিক প্রোগ্রামের এঙ্করিং এর দায়িক্তটা আপনার উপর দেয়া হলো। হঠাৎ এমন দায়িক্ত আপনার উপর আসায় আপনি যবুথবু হয়ে গেলেন। আপনি তখন সিনিয়রদের নিকট দৌড়াদৌড়ি শুরু করলেন, কিভাবে শুরু করবেন?  স্কিপ্ট কোনটা আগে রাখবেন? স্টেজ ডেকোরেশন আপনার মনের মতন হলো কি না?  এমন হাজারো চিন্তায় প্রোগ্রামের আগের রাতেও আপনার ঠিকমত ঘুম হলো না! ফলে,আপনার স্টেজ পার্ফমেন্স যাচ্ছেতাই অবস্থা হয়ে গেল। এমন ঘটনায় পুরো আয়োজনই যেন বৃথা হয়ে যায়। সত্যি বলতে একজন ভালো উপস্থাপক একটা প্রোগ্রামকে সৌন্দর্য বৃদ্ধির প্রধান কারিগর।

 

আসলে কথা বলা বা কোন একটা অনুষ্ঠানে এঙ্ককরিং আগ্রহ আমাদের অনেকেরই থাকলেও এর সঠিক গাইডলাইন জানা না থাকায় এই প্লাটফর্মে কাজ করতে গিয়ে অনেককেই বিড়ম্বনায় পরতে হয়।

তাই, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি'র এবারের আয়োজন  Art of Anchoring নিয়ে। আমরা প্রোগ্রামটির নামকরণ করেছি Workshop on Art of Anchoring, যেখানে আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনি এঙ্করিং এ আপনার নিজের সেরাটা ভয়হীন এবং সাবলীল ভাবে সকলের সম্মুখে উপস্থাপন করতে পারবেন। আর এই আয়োজনে আমাদের সাথে থাকবেন এঙ্করিং-এ দক্ষ গুণীজনেরা। সুতরাং, আজই রেজিস্টশন করুন সম্পুর্ণ বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে গিয়ে। 

 

@@ Workshop on Art of Anchoring

★ Welcome Speech - Dr. Nahid Sazzad

★ How to do control your programme - 
      Dr. Muhibbur Rahman Rafe

★ How to prepare a Smart Script - 

      Dr. Sanjida  Hossain Papia

★Common mistakes & Art of anchoring-
       Dr. Abdun Nur Tushar


📌  প্রোগ্রামে রেজিস্ট্রেশান প্রক্রিয়াঃ 

--------------------------------------------

 

Register বাটন এ ক্লিক করলেই Program টি তে রেজিষ্ট্রেশন হয়ে যাবে।

➨ আর আপনার যদি ওয়েবসাইট একাউন্ট না করা থাকে তাহলে Register  বাটন এর পরে "Create Account" বাটনে গিয়ে কিছু তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে। 

➨ আপনি রেজিস্টার করলে আপনার মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আপডেট পাবেন।

 

(যেকোনো জরুরী পরিস্থিতিতে সিডিউল চেঞ্জ হতে পারে।) 

যেকোন প্রয়োজনে ম্যাসেজ করুন https://www.facebook.com/GENESISONLINEUNIVERSITY
 

((( যেকোনো জরুরী পরিস্থিতিতে সিডিউল চেঞ্জ হতে পারে ))) 

🎨 For any information
🎧 Please Call (10 AM to 8 PM)
01404432566
01404432536

Related Program

Loding...